ড্র হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি
ছবি: ইন্টারনেট
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ড্রয়ের পর সব মিলিয়ে রেয়াল মাদ্রিদ কোচের প্রতিক্রিয়ায় নানা অনুভূতির প্রকাশ ঘটেছে। পাশাপাশি খানিকটা আক্ষেপ কিংবা অভিযোগের কথাও বললেন তিনি। একটি ‘পরিষ্কার পেনাল্টি’পায়নি তার দল! এ নিয়েই এ আক্ষেপ। তবে ম্যাচ ড্র হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কার্লো আনচেলত্তি। কিছু ভুলের কথাও অবশ্য বললেন তিনি। সামনে তাকিয়ে শোনালেন আশাবাদও।
লা লিগায় শনিবার আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। নিজেদের মাঠে ৩৬ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় ভাইয়েকানো। রেয়াল জবাব দেয় প্রথমার্ধেই। বক্সের অনেক বাইরে থেকে ফেদে ভালভের্দের দুর্দান্ত গোল আর জুড বেলিংহ্যামের হেডে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।
৫৬তম মিনিটে বক্সের একটু বাইরে থেকে রদ্রিগোর গোল ম্যাচে এগিয়ে নেয় রেয়ালকে। তবে আট মিনিট পর সমতায় ফেরে ভাইয়েকানো। এরপর দুই দলই সম্ভাবনা জাগায় আরও। কিন্তু গোল আর হয়নি।
তবে রেয়ালের দাবি, একটি পেনাল্টি তারা পেতে পারত। ৭৫তম মিনিটে ভাইয়েকানোর ডিফেন্ডার আব্দুল মুনিমের পায়ে লেগে বক্সের ভেতর পড়ে যান ভিনিসিউস জুনিয়র। রেফারি পেনাল্টি দেননি, ভিএআর রেফারিও হস্তক্ষেপের প্রয়োজন বোধ করেননি। ম্যাচের পর রেয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ম্যাচ রিপোর্টে লেখা হয়, ‘বিতর্কিত রেফারিংয়ের জন্য জয়বঞ্চিত মাদ্রিদ।”
রেয়াল কোচ আনচেলত্তিও কোনো রাখঢাক না রেখেই বলেছেন, “রিপ্লে দেখে আমার মনে হয়েছে, এটা খুবই স্পষ্ট। পরিষ্কার সুযোগ ছিল, পেনাল্টি…।”
দলের পারফরম্যান্স নিয়ে অবশ্য ফুটবলারদের প্রতি অভিযোগ নেই আনচেলত্তির। কিছু ভুলের কথা বললেন তিনি। তার পরও পারফরম্যান্সে খুশি রেয়াল কোচ।
“ম্যাচ তো প্রায় হেরেই গিয়েছিলাম। এরপর আমরা ঘুরে দাঁড়াই। ২-০ হয়ে যাওয়ার পর ৪৫ মিনিট আমরা খুব ভালো খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি। ৩-৩ হয়ে যাওয়ার পর শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি। এই ড্র একতাবদ্ধ এক দলের ড্র, যারা লড়াইয়ে হাল ছাড়েনি। আমি এটাই বলব যে আমরা সঠিক পথে আছি। আমি সন্তুষ্ট।”
“আজকে প্রায় পরিপূর্ণ ম্যাচ খেলেছি। যদিও বেশ কিছু ভুলও ছিল। তবে শেষ পর্যন্ত ফলাফল যেমন বলছে, এতটা ভুগতে হয়নি আমাদের।
ড্রয়ের পরও কেন খুশি কোচ, তা ফুটে উঠল তার পরের কথায়। দলের ভেতরে গত মৌসুমের সেই অদম্য মনোভাব ফিরে আসছে বলেই মনে করেন তিনি।
“মায়োর্কার ম্যাচের পর, লাস পালমাসের বিপক্ষে ড্র করার পর আমি ভড়কে গিয়েছিলাম কিছুটা। ওই ম্যাচগুলি আমাকে দুর্ভাবনায় ফেলে দিয়েছিল। আমার মনে হচ্ছিল, এই মৌসুমে ভারসাম্য ও মানসিকতা ফিরে পাওয়া আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা তা খুঁজে পেয়েছি। দুর্ভাবনা তাই খুব একটা নেই (এই ড্রয়ের পর)।”
“এই দলটা এখন যেভাবে এবং যে মানসিকতায় খেলছে, গত মৌসুমে সেভাবেই খেলেছিল। গত মৌসুমে এখানে ড্র করার পরও আমরা লিগ জিতেছিলাম।”
এই ম্যাচ জিততে পারলে বার্সেলোনটাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল রেয়ালের। এখন ১৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৮, রেয়ালের ৩৭।
নিউজবাংলাদেশ.কম/এনডি