News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ১৪ ডিসেম্বর ২০২৪

শেষ হলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর

শেষ হলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে হতে যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। যদিও হাইব্রিড মডেল নিয়ে অনিশ্চয়তা না কাটায় টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে ট্রফি ভ্রমণ শুরু হয়ে গেছে। পাকিস্তান, আফগানিস্তানের পর এবার বাংলাদেশ ঘুরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি। 

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) তৃতীয় দিনে রাজধানীর মিরপুরে আনা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। এদিন আইসিসির এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন বিসিবি পরিচালক, ক্রিকেটার এবং সংবাদমাধ্যমকর্মীরা।

এদিন চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে ছবি তুলতে সাংবাদমাধ্যমকর্মীদের ভিড় থাকলেও ছিলেন না কোনো সাবেক বা বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এনসিএল নিয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকায় আসতে পারেনি। কিন্তু নারী দলের খেলা না থাকলেও তাদের দেখা যায়নি মিরপুর।

তবে সদ্য এশিয়া কাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার কালাম সিদ্দিকী এসেছিলেন। এ সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ওপেনার বলেন, 'ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে খুব ভালো লাগছে। এটা জেতার স্বপ্ন দেখি আমরা সবাই।'

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা শপিংমলে রাখা হয়েছিল ট্রফি। যেখানে ছবি তোলার সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

এবার এই ট্রফির ফটোসেশন করার জন্য নির্ধারণ করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টকে। গত বুধবার (১১ ডিসেম্বর) সাগরপাড়ের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’ ফটোসেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে থাকবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়