News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৭, ৩০ নভেম্বর ২০২৪

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শনিবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। শুরুতে ব্যাট করে স্বাগতিকদের সামনে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে অধিনায়ক গ্যাবি লুইসকে হারায় আইরিশরা। ১২ বলে ২ রান করে সুলতানা খাতুনের শিকার হন তিনি।  

আরেক ওপেনার সারা ফোর্বসকে বাংলাদেশ আউট করে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলেই। ৩৪ বলে ১৩ রান করা এই ব্যাটার নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে বড় রান পায় আয়ারল্যান্ড।  
হান্টার-ওরলার জুটি থেকে আসে ৮৯ রান। এই জুটি ভাঙে রান আউটে। ৭২ বলে ৩৭ রান করে আউট হন ওরলা। তবে হাফসেঞ্চুরি তুলে নেন হান্টার। ৮৮ বলে ৬৮ রান করে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হন তিনি।  

এরপর রানের গতি কিছুটা স্লথ হয়ে যায়। যদিও শেষদিকে লরা ডেলেনির ব্যাটে রানও কম হয়নি। ৫০ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১৫ বলে ১৮ রান করেন উনা রেমন্ড।  

শুরুতে আয়ারল্যান্ডকে চাপেই রাখে বাংলাদেশ। তুলে নেয় দুই উইকেট।

কিন্তু এরপর বড় জুটি গড়েন অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। এ দুজনের বিদায়ের পর রানের গতি কিছুটা স্লথ হয়ে যায়। শেষ অবধি নাগালেই থেকেছে লক্ষ্য।  

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়