৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করল বিসিবি
ফাইল ছবি
শৃঙ্খলাবিরোধী আচরণের জন্য সবধরনের ক্রিকেট থেকে আট ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, গত সোমবার (১৮ নভেম্বর) পিকেএসফ ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মাঠেই তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফফির স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার প্রমাণ মিলেছে।
এ ঘটনায় তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, তাসিন আহমেদ রনবী, মোহাম্মাদ রিফাত, ইমন, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়কে এক বছরের নিষেধাজ্ঞা এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিসিবি।
বিসিবির আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, লেভেল-৪ ভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় এমন শাস্তি পেতে হয়েছে তাদের।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনায় কোনো প্রকাশ ছাড় দেয়া হবে না।'
নিউজবাংলাদেশ.কম/এসবি