News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১২, ২০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৬:১৩, ২০ নভেম্বর ২০২৪

বাংলাদেশের লক্ষ্য সরাসরি ‘বিশ্বকাপ’ 

বাংলাদেশের লক্ষ্য সরাসরি ‘বিশ্বকাপ’ 

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের স্পন্সর ঘোষণা। ছবি: সংগৃহীত

২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলতে অনেক কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশ নারী দলকে। কেননা নিগার সুলতানা জ্যোতিদের পরবর্তী ওয়ানডে সুপার লিগের ৬ ম্যাচের সবকটি জিততেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা, অন্যথায় বাছাইপর্ব খেলতে হবে জ্যোতিদের। 

৬ ম্যাচের মধ্যে বাংলাদেশের ঘরের মাঠে তিনটি ও দেশের বাইরে তিন ওয়ানডে খেলবে। এর মধ্যে কদিন পরেই আয়ারল্যান্ডকে আথিথেয়তা দেবে  বাংলাদেশ। বাকি তিনটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কঠিন সমীকরণ হলেও বাংলাদেশ আপাতত সরাসরি বিশ্বকাপে খেলতেই লড়াই করবে।

বুধবার (২০ নভেম্বর) মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী দলের উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। 

প্রধান হাবিবুল বাশার সুমন বলেছেন, আমাদের মূল লক্ষ্য এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়। ঘরের মাঠে খেলার সুবিধা আমাদের রয়েছে। বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই।

সেখানেই বাশার বলেন, আমাদের বিশ্বকাপের (ওয়ানডে) আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট।

বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তিনি জানিয়েছেন, বাংলাদেশের মেয়েরা দৃঢ়প্রতিজ্ঞ সরাসরি বিশ্বকাপে খেলতে। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে এখন যেহেতু সিরিজ তাই এই সিরিজে ভালো কিছুর আশাই করছেন বাংলাদেশ নারী দলের এই প্রধান।

বাশার বলেছেন, আমরা এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরে। ১ তারিখ থেকে অনুশীলন করছে মেয়েরা। ওরা কিন্তু ধারাবাহিকভাবে খেলার মধ্যেই ছিল। বিশ্বকাপ খেলেছে। এরপর কিছুদিন খেলার বাইরে ছিল। এখন আবার ফিরেছে। এই সময়টায় আমাদের ভালোই উন্নতি হয়েছে। এখন দেখা যাক, মাঠে আমরা কেমন করি।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার রোমাঞ্চ নিয়ে বাশার আরও বলেন, একটু স্নায়ুচাপ থাকবে, যেহেতু তাদের ওপর পারফর্ম করার প্রেশার আছে। সেটা খুব স্বাভাবিক। এখন পর্যন্ত তাদের দেখে মনে হয়েছে, তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ। সবাই চাচ্ছে ভালো করতে, সবাই তো চায় বিশ্বকাপ খেলতে। যেহেতু হোমে খেলা, আশা করছি, ভালো কিছুই হবে। 

স্পন্সর ঘোষণার এই অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে বলেন, আমরা আগে নারী ক্রিকেট শক্তিশালী করতে পর্যাপ্ত কাজ করতে পারিনি। তবে এবার পাইপলাইন গড়ার উদ্যোগ নিয়েছি। দেশের সেরা কোচদের একজন সারওয়ার ইমরানকে নিয়োগ দিয়েছি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে। বিকেএসপিতে ক্যাম্প করে অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করা হচ্ছে। আমরা অনূর্ধ্ব-১৬ দল নিয়েও কাজ করার পরিকল্পনা করছি।

বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে বাংলাদেশের নারী ক্রিকেটও উন্নত হবে বলে আশা প্রকাশ করে ফাহিম জানান, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা দেশের বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে মেয়েদের ক্রিকেটে আগ্রহী করার উদ্যোগ নেবেন। পাশাপাশি লিগ ও ম্যাচের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, আমরা চাই আমাদের নারী ক্রিকেটাররা বছরে অন্তত ৪০-৫০টি ম্যাচ খেলার সুযোগ পাক। এটা করতে পারলে নারী ক্রিকেটের মান দ্রুত উন্নত হবে। ভবিষ্যতে আমরা আরও ভালো দল তৈরি করতে পারব।

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর জ্যোতিদের তিনটি ওয়ানডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়