ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে ব্রাজিলের ড্র
ছবি: ইন্টারনেট
বছরের শেষ ম্যাচটা রাঙাতে পারল না ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগের ম্যাচেও ভেনেজুয়েলার বিপক্ষে একই ব্যবধানে ড্র করেছিলো দরিভালের দল।
বুধবার (২০ নভেম্বর) ব্রাজিলের নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচ ছিল দরিভালের জন্য বড় পরীক্ষার। নিজ দর্শকদের সামনে ওই ম্যাচে পাস করতে পারেননি তিনি। প্রথমে পিছিয়ে পড়ে জেরসনের গোলে ১-১ ব্যবধানে সমতা নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলও চার থেকে নেমে গেছে পাঁচে।
খেলা শুরুর ৫৫ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদে ভালভার্দে বক্সের বাহির থেকে জোরের ওপর দারুণ এক শট নেন। লাফিয়ে পড়েনও তা ফেরাতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক এদেরসন। মাত্র ১০ মিনিট পরই সমতায় ফেরে ব্রাজিল। গোল করেন দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার জেরসন। বক্সের ঠিক লাইন থেকে বাঁ-পায়ে জোরের ওপর ভলি নেন তিনি। গোল পোস্টের ঠিক কোনা দিয়ে চলে যায় জালে।
ম্যাচের দুটি গোলই ছিল দুর্দান্ত। দুরপাল্লার শট থেকে গোল করতে ফেদে ভালভার্দে বরাবরই দক্ষ। ব্রাজিলের বেশ ক'জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে তার করা গোলটিকে কৃতিত্ব দিতে হবে। তবে মার্ক সম্ভবত একটু বেশিই পাবেন জেরসন। তার বাঁ-পায়ের ভলি যেভাবে পোস্টের কোণা ঘেষে জালে জড়িয়েছে তা অসাধারণ। এর আগে ভেনেজুয়েলা ম্যাচেও জেরসন গোলে দারুণ এক ভলি নিয়েছিলেন। কিন্তু গোলরক্ষক তা ফিরিয়ে দিয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি