ঘুর্ণিঝড় ইয়াস থামাতে পারেনি মুশফিকের সেঞ্চুরি!
ঘূর্ণিঝড় ‘ইয়াস’এর কারণে আগে থেকেই দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির সম্ভাবনা ছিল। আজ মঙ্গলবার মিরপুরে ম্যাচের মাঝপথে সেই আশঙ্কাই সত্য হলো। কয়েক দফা বৃষ্টিতে খেলা বন্ধ হয়। কিন্তু তারপরও থামেনি মুশফিকুর রহিমেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
সিরিজ জয়ের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং শুরু করলে বাংলাদেশের ইনিংসের ৪১.১ ওভারে খেলা বন্ধ হয়ে যায়। তার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯৬ রান। ২০ মিনিট পর আবার খেলা শুরু হয়েছিল। মুশফিকুর রহিম হাত খুলে তিন অংকের খুব কাছে চলে যান। যখন ৪ রান বাকি, তখন ফের আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। ফের বন্ধ হয় খেলা। ৪৩.৩ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২১৩। মুশফিক অপরাজিত আছেন ১১১ বলে ৯৬* রানে।
এরপর হালকা বৃষ্টি মাথায় নিয়েই তৃথীয় দফায় ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ১১৪ বল ৬ বাউন্ডারিতে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন দেশ সেরা এই ব্যাটসম্যান। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২২৫ ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরি ও ৪০টি হাফনেঞ্চুরিতে করেন ছয় হাজার ৪২৮রান। আজ সেঞ্চুরির মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন মুশফিকের।
এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছে স্বাগতিকরা। দলের বিপদে অসাধারণ এক সেঞ্চুরি করেন মুশফিক। এসময় তাকে সঙ্গ দেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ করে বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস