অসাধারণ বোলিং সাফল্যের রহস্য জানালেন মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই বল হাতে বাজিমাত করেন মেহেদি হাসান মিরাজ। টাইগারদের এই অফ স্পিনারের ঘূর্ণি জাদুতে নাকাল হয়েই ২৫৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২৪ রানে গুটিয়ে গেছে সফরকারি লংকানরা। তাতে ৩৩ রানের জয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরাজ ১০ ওভারে ৩০ রানে একাই শিকার করেন চার উইকেট।
রোববার মিরপুরে ম্যাচ শেষে মিরাজ বলেন,‘ওয়ানডেতে তো আমরা সবসময়ই ভালো খেলি আর এই ম্যাচে আমাদের সবাই পারফর্ম করেছি তাই জয়টা সহজে এসেছে। আমার পরিকল্পনা হল সবসময় যা করি তা করার, রান আটকানো। এতে ব্যাটার ভুল করলে চান্স আসে। আমি চেষ্টা করেছি যেন ডট বল বেশি করতে পারি।’
এছাড়া এই অলরাউন্ডার বলেন,‘আমাদের ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে। আমাদের প্রত্যেকটা জিনিস ভালো ছিল। দেখেন তামিম ভাই ভালো শুরু করেছিল, তারপরে মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের কিন্তু পরপর দুইটা উইকেট পড়ে গিয়েছিল। ওখানে রিয়াদ ভাই ও মুশফিক ভাই যে জুটিটা দিয়েছে ওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং ছোট একটা জুটি আফিফ শেষে দিয়েছে। ওখানেও কিন্তু অনেক ভালো ছিল এবং বোলারদের শুরুটা হয়ত এক সাইড থেকে ভালো হয়েছে। আমি এক দিক থেকে রান আটকে রেখেছি, আর এক দিক থেকে হয়ত রানটা বেড়ে গিয়েছিল কিন্তু আমি মনে করি মাঝখানেও যে উইকেটগুলো পড়েছে আমি, মোস্তাফিজ এবং সাউফ উদ্দিন ওখানে ভালো বোলিং করেছি। ওভারঅল আমরা সবাই ভালো ব্যাটিং ও বোলিং করেছি এজন্য আমরা ম্যাচটা জিততে পেরেছি।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি