বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোর বিকল্প নেই: পাপন
আগামী আগস্টে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি পূর্ণ হচ্ছে। তার আগে রোববার বিসিবি প্রধান নাজমুল হাসান দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচের পদে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বোর্ড প্রধান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের পাপন বলেন,‘কোচের চুক্তি যদি নবায়ন না করি, তাহলে তো হাতে একটা বিকল্প থাকতে হবে। এই করোনাকালে এবং বিশ্বকাপের আগে এমন কোনো কিছু আমাদের মাথায় নেই।’
প্রধান কোচ ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের সঙ্গে ক্রিকেট বোর্ডের সমন্বয়হীনতার একটা অভিযোগ ছিল। সে জন্য বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থেকে দলের সঙ্গে বোর্ডের একজন পরিচালক টিম লিডার হিসেবে থাকছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দায়িত্বে আছেন খালেদ মাহমুদ। নাজমুল হোসেন এর সুফল নিয়ে বলেন,‘এখন আমরা আবার সম্পৃক্ত হতে শুরু করেছি। আমরা জানার চেষ্টা করছি, দলের মধ্যে কী হচ্ছে, কেন হচ্ছে।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস