শ্রীলঙ্কাকে ২৫৮ রানের লক্ষ্য দিল টাইগাররা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। রোববার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টজ জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ সংগ্রহ করেছে স্বাগতিকরা। ব্যাট হাতে অভিজ্ঞ তামিম-মুশফিক ও রিয়াদ ছাড়া আর কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি।
সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে দুষ্মন্থ চামিরার অফ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে ফার্স্ট স্লিপে থাকা ধঞ্জনয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দেন লিটন
এরপর ইনিংসের দ্বাদশ ওভারে লঙ্কান পার্ট-টাইম বোলার গুনাথিকালার স্লোয়ারে হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন সাকিব। দীর্ঘদিন পর দলে ফিরে ব্যাটিংয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ১৫ রানের ইনিংস খেলে ধরলেন সাজঘরের পথ। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ১৫ রান, বাউন্ডারি হাঁকিয়েছেন ২টি।
ওপেনার লিটন-সাকিবের বিদায়ের পরও ইনিংসের ৩৩তম ওভারে বিদায় নেন তামিম ও মিঠুন। এর আগে ধনাঞ্জয়া ডি সিলভার করা ২৩তম ওভারের পঞ্চম বলে তামিম এলবির ফাঁদে পড়েন। তামিম ৭০ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫২ রান করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম হাফসেঞ্চুরি। তবে পরের বলেই স্কুপ করতে গিয়ে মোহাম্মদ মিঠুন শূন্য রানে ফিরে যান।
দলীয় ৯৯ রানে চার উইকেটে হারানোর পর মশফিকের সাথে দারুণ জুটি গড়েন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জুটিতে বাংলাদেশ বড় স্কোরের স্বপ্ন দেখে। ব্যাক্তিগত হাফসেঞ্চুরির পর মুশফিক সেঞ্চুরির করার সুযোগ পায়। কিন্তু দলীয় ২০৮ রানে নিজের ভুলে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। ৮৭ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৮৪ রান করে বিদায় নেন তিনি।
সতীর্থকে হারিয়ে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন রিয়াদ। কিন্তু এরপর নিজের ইনিংসটি বড় করতে পারেনি। ব্যক্তিগত ৫৪ রান করে রিয়াদ বিদায়ের পর বাংলাদেশের রানের চাকা থেকে যায়। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের দলীয় রান তখন ৪৭.১ ওভারে ২৩০। শেষ মুহুর্তে আফিফ হোসেন ২৭ ও সাইফউদ্দিনের অপরাজিত ১৩ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫৭।
বাংলাদেশ দলের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিকালা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইশুরু উদানা, লাকশান সান্দাকান ও দুষ্মন্ত চামিরা।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস