এবার সাড়ে ৩২ কোটিতে বিক্রি হলো টাইটেল স্পন্সরশিপ
চার দিন আগেই আড়াই বছর অর্থাত ২৮ মাসের জন্য ১৬১ কোটি ৫০ লাখ টাকায় বিসিবি বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার সত্ত্ব। যার ফ্লোর প্রাইস ১৯ মিলিয়ন মার্কিন ডলারে টেলিভিশন সম্প্রচার সত্ত্ব বিক্রি করে স্বস্তির নিশ্বাস ফেলেছে বিসিবি।
এবার ২৮ মাসের জন্য হোমে অনুষ্ঠেয় সকল টাইটেল স্পন্সর এবং ইনস্টেডিয়া রাইটস বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উন্মুক্ত নিলামে ফ্লোর প্রাইস নির্ধারণ করেছিল বিসিবি ২৬ কোটি টাকা। উন্মুক্ত নিলামে অংশ নেয়া দুটি প্রতিষ্ঠানের মধ্যে ইমপ্রেস মাত্রা কনসোটিয়াম ৩২ কোটি ৫৫ লাখ টাকায় ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সিরিজের টাইটেল স্পন্সর এবং ইনস্টেডিয়া রাইটস কিনেছে ইমপ্রেস মাত্রা।
এই রাইটস কিনে তারা ২৮ মাসের জন্য সিরিজের টাইটেল স্পন্সর বিক্রি করেছে আলেশা মার্ট এবং ওয়ালটনকে। এই লম্বা সময়ের জন্য টাইটেল স্পন্সরশিপ পেয়েছে আলিশা মার্ট। এবং পাওয়ার্ড বাই থাকছে ওয়ালটন।
শনিবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে আসন্ন সিরিজের টাইটেল স্পন্সরশিপ ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য দিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশা মার্টের নাহিদ জাহান,ওয়ালটনের উদয় হাকিম এবং ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের সানাউল আরেফিন।
নিউজবাংলাদেশ.কম/এনডি