সন্দেহ নেই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি: রাসেল ডমিঙ্গো
বেশি কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে সুবিধা করতে পারছেনা টিম বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনটিতেই ভালো করতে পারছেনা টাইগাররা। সর্বশেষ শ্রীলঙ্কার টেস্ট সিরিজে ব্যর্থতার আগেই নিউজিল্যান্ডে গিয়েও ব্যর্থ হয়ে ফিরেছে। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে টানা দশ ম্যাচে বাংলাদেশ জয়হীন।
রোববার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দিবা-রাতের ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে পূর্বের সব ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চায় টিম বাংলাদেশ। ওয়ানডে লড়াইয়ের আগে শনিবার মিরপুরে কঠোর অনুশীলন করেছে তামিম-তামিমরা। অনুশীলন শেষে দুপুরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
দশ ম্যাচ ধরে জয়হীন বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে প্রধান কোচ বলেন,‘আমরা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সন্দেহ নেই। তবে ভুল থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। অতীতে পড়ে থাকার কোনো যৌক্তিকতা নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, বেসিক ঠিক রাখতে পারলে, কৌশল কাজে লাগালে জয়ের সুযোগ আসবে।’
লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে কি আমরা ফেভারিট কিনা এমন প্রশ্নে বলেন,‘আমরা দেশে অনেক ভালো খেলি। তবে শ্রীলঙ্কাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। অনেক ভালো কিছু খেলোয়াড় নিয়ে এসেছে ওরা। তারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি