News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৫, ১১ মে ২০২১

হোটেলেই ঈদ করতে হচ্ছে সাকিব-মোস্তাফিজকে

হোটেলেই ঈদ করতে হচ্ছে সাকিব-মোস্তাফিজকে

ইন্ডিয়ান আইপিএল বন্ধ হওয়ার পর ৬ মে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ। কিন্তু যেহেতু ভারত থেকে ফেরা, তাই আর নিজ নিজ গন্তব্যে যাওয়া হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেয়া কঠোর কোয়ারেন্টাইনে আছেন তারা। 

সাকিব আছেন গুলশানের ফোর পয়েন্টস শেরাটন হোটেলে আর সস্ত্রীক আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজ তার সহধর্মিনীকে নিয়ে অবস্থান করছেন হোটেল সোনারগাঁও প্যান প্যাসিফিকে। ভারত থেকে চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করেই সরাসরি দু’জন দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে চলে গেছেন।

কোয়ারেন্টাইনে মোস্তাফিজের সঙ্গে আছেন তার স্ত্রী, কিন্তু সাকিবকে সময় কাটাতে হচ্ছে একদম একা। রমজান মাস, ক’দিন পরই ঈদ। সবাই নিজ নিজ পরিবারের সাথে ঈদ করতে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন। সেখানে বাবা-মা ছাড়া (স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রে) সাকিব সম্পূর্ণ একা হোটেল কক্ষে। মোস্তাফিজও সাতক্ষীরায় নিজ বাড়িতে যেতে পারছেন না।

ভারত থেকে আসায় কড়া কোয়ারেনটাইন আইনে পড়ে গেছেন টাইগার দলের এই দুই তারকা ক্রিকেটার। তাদের দুজনের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হতে হতে ঈদ পার হয়ে যাবে। তার মানে সাকিব আর মোস্তাফিজের এবার পরিবারের সাথে ঈদ করা হবে না। হোটেল রুমেই জেলখানার মতো পরিবেশে কাটাতে হবে ঈদের দিনটাও।

অবশ্য বিসিবি চেষ্টা করছেন তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়ে আনতে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বলেন,‘সরকার কোয়ারেন্টাইন আইন পরিবর্তন করলে কিংবা সরকারি আদেশে তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়ে আনা হলে ভিন্ন কথা। না হয় সাকিব ও মোস্তাফিজের ১৮ মে পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকার কথা।’

উল্লেখ্য’আগামী ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ধারণা করা হচ্ছে, ১৮ মে সাকিব ও মোস্তাফিজ কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ২০ মে থেকে অনুশীলন শুরু করবেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়