News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৭, ৬ মে ২০২১
আপডেট: ১১:৩৪, ৭ মে ২০২১

প্রধান কোচ ডমিঙ্গোর পাশে দাঁড়ালেন সুজন

প্রধান কোচ ডমিঙ্গোর পাশে দাঁড়ালেন সুজন

শ্রীলঙ্কা সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৩ মে আবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। কিন্তু তার আগেই গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বরখাস্ত করা হতে পারে!
এ ব্যাপারে ডমিঙ্গোর পাশে দাঁড়ালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও শ্রীলঙ্কা সফরে টিম লিডারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন। বুধবার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন, ‘রাসেল ডমিঙ্গোকে বলির পাঁঠা বানানো ঠিক হবে না। সব দায় কোচকে দেওয়া ঠিক নয়। সে একটা বড় দলেরও কোচ ছিল। তার চেষ্টায় কোনো কমতি নেই। মূলত সে দুর্ভাগা। আমি তার সঙ্গে মাত্র একটি সিরিজে কাজ করেছি। এত তাড়াতাড়ি তার সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। যেটুকু বলতে পারি তা হলো, সে চেষ্টা করছে।’
এছাড়া সুজন বলেন,‘আমাদের এটা বুঝতে হবে যে, ব্যর্থতার জন্য শুধু কোচ দায়ী থাকেন না। মূলত ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আরো পরিকল্পনা করতে হবে এবং সেগুলোর বাস্তবায়ন ঘটাতে হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়