News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২০, ২ মে ২০২১

দুর্দান্ত জয়ে লিগ শিরোপার দৌড়ে টিকে রইল রিয়াল

দুর্দান্ত জয়ে লিগ শিরোপার দৌড়ে টিকে রইল রিয়াল

স্প্যানিশ লা লিগার ৩৪তম রাউন্ডে ঘরের মাঠে ২-০ ব্যবধানের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয় রিয়ার মাদ্রিদ। আর তাতেই এখনও লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে টিকে রইল জিনেদিন জিদানের দলটি। এদিন রিয়ালের হয়ে গোল দুটি করেন এডার মিলিতাও এবং ক্যাসেমিরো। 

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে এদিন রিয়ালের প্রধান দুই তারকা লুকা মদ্রিচ এবং টনি ক্রুসকে বিশ্রামে রাখেন জিদান। আর প্রথমার্ধ শেষে তুলে নেন রাফায়েল ভারানকে। তবে এদিন দীর্ঘদিন পরে শুরুর একাদশে ফেরেন এডেন হ্যাজার্ড। চলতি মৌসুমের লা লিগা জমে উঠেছে। 

মাত্র তিন পয়েন্টের ব্যবধানে শীর্ষ চার দল এখনও রয়েছে শিরোপা জয়ের দৌড়ে। অবশ্য ৩৪তম রাউন্ডের ম্যাচ খেলে ফেলায় অ্যাটলেটিক মাদ্রিদের পয়েন্ট ৭৬ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪-এ। অন্যদিকে ৩৩টি করে ম্যাচ খেলা বার্সেলোনা ও সেভিয়া যথাক্রমে ৭১ ও ৭০ পয়েন্ট নিয়ে আছে তিন ও চারে।

লিগে ১১ নম্বরে থাকা ওসাসুনাকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ওসাসুনার রক্ষণকে পরীক্ষা নিচ্ছিলেন করিম বেনজেমা, এডেন হ্যাজার্ডরা। খেলার ১৬তম মিনিটেই রিয়ালের সামনে আসে গোলের দুর্দান্ত এক সুযোগ। এরপর ২৫তম মিনিটে মার্সেলোর দুর্দান্ত ক্রস পেয়ে যান এডেন হ্যাজার্ড, বল পেয়েই নেন দুর্দান্ত এক শট কিন্তু তার শটটি আঙুলে ছোঁয়ায় ফেরান ওসাসুনা গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণের ধার অব্যাহত রাখে রিয়াল। ম্যাচের ৬৪ মিনিটে এসে মার্সেলো আর ভিনিসিয়াস জুনিয়রের বদলে মিহগুয়েল গুতিরেজ এবং রদ্রিগোকে মাঠে নামান জিদান। আর ৭২ মিনিটে এসে হ্যাজার্ডকে তুলে ইস্কোকে পাঠান জিজু। এরপর আর অপেক্ষা করতে হয়নি জিদানের দলকে। ৭৬ মিনিটে ইস্কোর কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। আর বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন।


তখনও জয় নিশ্চিত করা বাকি লস ব্ল্যাঙ্কোসদের। লিড নেওয়ার মিনিট চারেক পরে বল সংগ্রহ করতে মধ্যমাঠে নেমে যান করিম বেনজেমা। বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান ডি বক্সের দিকে আর সুযোগ বুঝে ডি বক্সের ঠিক ধারে ক্যাসেমিরোর উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। সেখান থেকে দুর্দান্ত শটে ওসাসুনার গোলরক্ষককে পরাস্ত করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।

খেলার বাকি সময় দুই দলই আরও কিছু সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিন ৬৫ শতাংশ বল দখলে রেখে ওসাসুনার গোল বরাবর ২২টি শট নেয় রিয়াল। আর গোলের সুযোগ তৈরি করে ২১টি, সঙ্গে ছিল তিনটি বড় সুযোগ। বিপরীতে ওসাসুনা তিনটি শট নিতে পারে রিয়ালের গোল বরাবর আর গোলের সুযোগ তৈরি করে মাত্র তিনটি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়