News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ১ মে ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলঙ্কার মাটিতে টেস্টে খেলছে। টেস্ট ম্যাচ শেষে দেশে ফিরে চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

প্রাথমিক দলে ডাক পাওয়াদের মধ্যে যারা বাংলাদেশে আছেন তাদের নিয়ে রোববার (২ মে) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। বাকিরা যোগ দিবেন শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ দেশে ফিরে, দুই তিন দিন বিশ্রাম নিয়ে। এভাবে চলবে ঈদের আগ পর্যন্ত। ঈদের ছুটির পর চূড়ান্ত দলে ডাক পাওয়াদের করোনা পরীক্ষা শেষে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে শুরু হবে চূড়ান্ত দলের অনুশীলন।

বাংলাদেশের ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। 

বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়