News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৮, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১০:১৯, ১৮ জানুয়ারি ২০২০

মেলবোর্নে ভারতের দুর্বলতা দেখলো টাইগাররা

মেলবোর্নে ভারতের দুর্বলতা দেখলো টাইগাররা

ঢাকা: হ্যামিলটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ম্যাচ খেলার পর কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা। শুক্রবার রাতেই হ্যামিল্টন থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছান সাকিব-মাশরাফিরা। শনিবার বিশ্রাম থাকায় মেলবোর্নে বসে ভারত ও জিম্বাবুয়ের খেলা দেখেছে টাইগাররা।

এ মাঠেই আগামী ১৯ মার্চ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে টিম বাংলাদেশ। তাই প্রতিপক্ষের দুর্বলতার দিকগুলো মাঠে বসেই উপভোগ করেছে মাশরাফি বাহিনী। গত ২৬ ফেব্রুয়ারি এই ভেন্যুতেই শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে হেরেছিল বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই এবার প্রতিপক্ষ ভারত। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে বহু প্রাপ্তির ম্যাচশেষে এদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে এই মাঠে নিজেদের বাজে ফিল্ডিংয়ের কারণেই হেরেছিল তারা। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে।

এবারও ব্যাটে বলে জ্বলে উঠতে পারলে ভারতকে হারাতে পারবে মাশরাফিরা। সৃষ্টি হবে বিশ্ব ক্রিকেটে নতুন এক ইতিহাস। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষে এমন আশার কথা শুনিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অধিনায়ক মাশরাফিও অবশ্য ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন।

এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছিল তারা। সেই ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা। প্রায় আট বছর পর মাশরাফির সামনে ফের সুযোগ এসেছে ভারতকে হারানোর। জাতীয় দলের অভিজ্ঞ পেসার এখন টাইগার দলের অধিনায়ক। আছেন বল হাতে দারুণ ফর্মে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে নিয়ে সতর্ক ভারত। ইতোমধ্যে ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা তাদের ক্রিকেটারদের এবিষয়ে আগাম সতর্ক করে দিয়েছেন। যাই হোক। কোয়ার্টার ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করতে আগামীকাল রোববার অনুশীলন করবে ক্রিকেটাররা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়