News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৮, ২৭ এপ্রিল ২০২১

ভারতীয়দের জন্য মন পুড়ছে পাক অধিনায়ক বাবরের

ভারতীয়দের জন্য মন পুড়ছে পাক অধিনায়ক বাবরের

করোনা ভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা ভারত। সোমবার দেশটিতে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে তিন লাখ ৫২ হাজার ৯৯১ জন। প্রাণ হারিয়েছেন দুই হাজার ৮১২ জন। সবে মিলিয়ে ভারতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে। দেশজুড়ে অক্সিজেন সংকট চরমে, হাসপাতালে মিলছে না বেড। ভারতের বর্তমান পরিস্থিতি দেখে মন পুড়ছে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের।

একটি টুইট বার্তায় বাবর লিখেছেন, “এমন বিপর্যয়ের সময়ে ভারতের মানুষের জন্য দোয়া কামনা করছি। এখন সময় একতাবদ্ধ হওয়ার এবং এক হয়ে দোয়া করার। সেই সঙ্গে আমি সব মানুষকে অনুরোধ করছি, সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার। এটা আমাদের সুরক্ষার জন্যই। একসঙ্গে এটা আমরা করে দেখাতে পারি।”

ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়ন দীর্ঘদিনের। চিরায়ত বৈরিতা বা দ্বৈরথ দূরে সরিয়ে দিয়েছে করোনাভাইরাস। মহামারীর সময় ভারতের অক্সিজেন স্বল্পতা নিয়ে পাকিস্তানের মানুষের আহাজারির শেষ নেই। পাকিস্তানের বিভিন্ন অঙ্গনের তারকারা বিভেদ ভুলে ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। সেই কাতারে শামিল হলেন বাবর আজমও।

এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোমবার ভারতের করোনার বিরুদ্ধে লড়াইয়ে ‘অক্সিজেন’ কিনতে পঞ্চাশ হাজার ডলার অনুদান দেন অজি পেসার। ভয়াবহ এই অবস্থায় আইপিএলের খেলা চলছে। তবে এজন্য কঠোর সমালোচনাও শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। অবশ্য এসবে কান দিচ্ছেন না আইপিএল কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়