News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৫১, ২৫ এপ্রিল ২০২১

ভয়ঙ্কর ধনাঞ্জয়া ও করুনারত্নেকে ফেরালেন তাসকিন

ভয়ঙ্কর ধনাঞ্জয়া ও করুনারত্নেকে ফেরালেন তাসকিন

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিন (রোববার) মাঠে নেমেছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। নিশ্চিত ড্রয়ের পথে টেস্ট ম্যাচের শেষ দিন সকালে শুরুতেই দাপট দেখাচ্ছেন তাসকিন আহমেদ। সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করার পর ডাবল সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকেও ফেরান এই পেসার। এরপর পাথুম নিশাঙ্কাকে ফেরান এবাদত হোসেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৬২ ওভার শেষে ৬ উইকেটে ৫৬০ রান করেছে। ফলে বাংলাদেশের চেয়ে ২৩ লিড নিয়ে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।  

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে থাকা লঙ্কান ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকে শুরুতেই বোল্ড করে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ২৯১ বলে এই ডানহাতি ২২টি চারের সাহায্যে ১৬৬ রান করেছিলেন। এক ওভার পরেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা দিমুথ করুনারত্নেকে নাজমুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান এই ডানহাতি। লঙ্কান অধিনায়ক ৪৩৭ বলে ২৬টি চারে ২৪৪ রান করেন। চতুর্থ উইকেট তারা জুটিতে ৩৪৫ রান তুলেছেন।

এর আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ৫১২ রান শেষ করে শ্রীলঙ্কা। যেখানে দিমুথ করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৫৪১ রানে সাত উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছিল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়