৫৪১ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গোড়েছে বাংলাদেশ। শান্ত ও মুমিনুলদের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস সমাপ্তি দেয় সফরকারী। আগের দিন করা ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে শুক্রবার টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ ফের ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে ৬৭ রান যোগ করে।
অবশ্য আলোর স্বল্পতার কারণে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা এক ঘণ্টা আগেই শেষ হয়েছে। যে কারণে দ্বিতীয় দিন ২৫ ওভার কম ব্যাট করার সুযোগ পায় সফরকারীরা। মুশফিক ৪৩ ও লিটন কুমার ২৫ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে। ব্যাটিংয়ে নেমে সকালেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করে বিদায় নেন লিটন। ৬৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ করে ফেরেন।
অবশ্য মুশফিকুর রহিম তার টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফঞ্চেুরি তুলে দলকে এগিয়ে নেন। লিটনের বিদায়ের পর দ্রতই দুই উইকেট হারায় সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ ৩ ও তাইজুল ইসলাম ২ রানে ফেরেন। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ১৫৬ বলে ৬ বাউন্ডারিতে ৬৮ ও তাসকিন আহমেদ ৬ রান করে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করে।
এর আগে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর বিশাল এক সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক মুমিনুলের বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরিরতে রেকর্ড জুটি গড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনে শান্ত ক্যারিয়ার সেরা ১৬৩ রান করে বিদায় নেন। এরপর ক্যারিয়ারের ৮ম বছরে এসে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ১২৭ রানে। এর আগে প্রথম দিন ৯০ রান করে আউট হন তামিম ইকবাল। সাইফ হাসান আউট হয়েছিলেন শূন্য রানে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি