বিদেশের মাটিতে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেলেন মুমিনুল
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর বৃহস্পতিবার দ্বিতীয় দিন লাঞ্চের আগেই নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। একই সাথে বিদেশের মাটিতে এটি মুমিনুলের প্রথম সেঞ্চুরি।
জোড়া সেঞ্চুরিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭৮ রান। মুমিনুল ১০৭ ও নাজমুল হোসেন ১৫৫ রান নিয়ে অপরাজিত আছেন।
মুমিনুল ২২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ৯টি চার মারেন। এছাড়া তৃতীয় উইকেট জুটিতে তিনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে নামে দু’দল। এর আগে টস জিতে প্রথম দিন ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পায়। দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩০২ রান করে টাইগাররা। ১২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শান্ত। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬৪ রানে মাঠ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক। তবে দুর্দান্ত ব্যাটিং করা তামিম ইকবাল ৯০ রানে আউট হন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি