আকরাম খান হাসপাতালে
রোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম জানান, ‘ওর খুব বেশি জটিলতা নেই।দুদিন ধরে একটু কাশি হচ্ছে। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’
১০ এপ্রিল আকরাম খানের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সংবাদমাধ্যমকে সেদিন তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন আকরাম।
আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। যে কারণে বিমানের টিকিট কেটেও নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি