News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২০, ১২ এপ্রিল ২০২১

জয়ের খোঁজে শ্রীলঙ্কা গেল টাইগাররা

জয়ের খোঁজে শ্রীলঙ্কা গেল টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে সোমবার দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সোমবার দুপুর সাড়ে ১২টায় দ্বীপ দেশটির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে লাল সবুজের দল। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরটি ভালো যায়নি টিম বাংলাদেশের। 
কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও সমান সংখ্যাক টি টোয়েন্টির সবক’টিতেই হেরে দেশে ফিরতে হয়েছিল ডমিঙ্গোর দলকে। সেই হারের ক্ষত এখনও তাদের চিত্তে দগদগে। লঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে জয়ের উল্লাসে অবগাহন করে সেই ক্ষতে প্রলেপ দিতে চাইছে মুমিনুল হকরা। শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারেনটাইনকালীন অনুশীলনে ঘাম ঝরাবে অতিথিরা। 
এরপর ১৭-১৮ এপ্রিল অুনষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গো শিষ্যরা। একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও২৯ এপ্রিল-৩ মে অুনষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্ট।
২১ সদস্যের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম এবং শুভাগত হোম।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়