News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৭, ১১ এপ্রিল ২০২১

শ্রীলঙ্কা টেস্টও চ্যালেঞ্জিং হবে: মুমিনুল

শ্রীলঙ্কা টেস্টও চ্যালেঞ্জিং হবে: মুমিনুল

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টে ব্যর্থ হয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে সোমবার দুপুরে উড়াল দেবে মুমিনুলরা। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে রোববার মিরপুরে শেষ বারের মতো অনুশীলন করে নেন ক্রিকেটাররা। এরপর দুপুরে একাডেমির ভবনের সামনে সংবাদ সম্মেলনে লঙ্কা টেস্ট চ্যালেঞ্জিং হবে বলে জানান তিনি। তবে টেস্টে জয় পরাজয় নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি বাংলাদেশের সেরা এই টেস্ট ক্রিকেটার।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের লক্ষ্য নিয়ে মুমিনুল হলেন, “শ্রীলঙ্কা মাটিতে টেস্ট সহজ হবেনা। খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের ভালো পেস বোলার আছে তাদেরও ভালো বোলার আছে। ফলে আমার কাছে মনে হয় খুবই একটা ভালো টেস্ট হবে। তবে ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। টেস্টের ফলাফল নিয়ে এখনই কিছু বলা কঠিন।”

দলের ধারাবাহিক ব্যর্থতার এই সময়ে টেস্টে একাদশ কেমন হবে এমন প্রশ্নে তিনি বলেন, “ভালো খেললে একাদশ করা খুবই কঠিন হয়। তবে খারাপ করলে একাদশ করতে সমস্য হয়না। আর আমরা নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কায় নতুন করে শুরু করতে চাই। আমরা ভালো খেলতে পারলে অবশ্যই ভালো কিছু আশা করতেই পারি।”

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ওইদিন দুপুর সাড়ে ১২টায় সফরকারীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। টাইগাররা ১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারেনটাইনকালীন অনুশীলনে ঘাম ঝড়াবে অতিথিরা। 

এরপর ১৭-১৮ এপ্রিল অুনষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গো শিষ্যরা। একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল-৩ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম এবং শুভাগত হোম।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়