হ্যাডলি বললেন ‘পারবে না বাংলাদেশ’
ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের উত্থানে মুগ্ধ সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলি। মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও সাকিব আল হাসানদের পারফরম্যান্স দেখে বাংলাদেশি ত্রয়ীর পিঠ চাপড়ে দিচ্ছেন কিংবদন্তি অলরাউন্ডার। কিন্তু ১৯ তারিখ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মহাপরাক্রমশালী ভারতের ওপরই বাজি নিউজিল্যান্ডের মিস্টার ক্রিকেটের।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ দেখার পর হ্যাডলি বললেন, “বাংলাদেশ খুব ভালো লড়াই করলো। গোটা টুর্নামেন্টে নিউজিল্যান্ড এতো নাস্তানাবুদ আর হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিশেষ আশা দেখছি না আমি। কেননা ব্যাট হাতে ভারতীয়রা দুর্ধর্ষ। বোলিংটাও ভালো হচ্ছে। প্রতিপক্ষকে সহজে রান করতে দিচ্ছে না। সুতরাং আমার বিচারে ভারত ৭০ ভাগ ফেভারিট।”
বিশ্বকাপে বিরুদ্ধ কন্ডিশনে বাংলাদেশের এমন উঠে আসা নিয়ে হ্যাডলির ভাষ্য, “বাংলাদেশের ক্রিকেট দেখে আমি অভিভূত। ওরা প্রমাণ করেছে যোগ্য দল হিসেবেই কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। এই মাহমুদউল্লাহ ছেলেটাকে দেখে আমি চমৎকৃত। কী সাবলীল ব্যাট করলো, চাপের মুখেও ভেঙে পড়েনি। সাকিকবে নিয়ে নতুন করে বলার কিছু নেই। অলরাউন্ডার হিসেবে অন্যরা যদি তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে তাহলে আরো উন্নতি করতে পারত সাকিব। রুবেল ছেলেটাও ভালো বল করে। আসলে আমাদের কন্ডিশনে এসে বাংলাদেশ যে এমন আলো ছড়াতে পারবে তা কল্পনাও করতে পারিনি।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম