২১ রানেই সাজঘরে ভারতের দুই ওপেনার
ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দলীয় সপ্তম ওভারে ভারতের দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়েছেন জিম্বাবুয়ের পেসার নাশে পানিয়াঙ্গারা। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেছে তারা। বিরাট কোহলি ২৬ ও সুরেশ রায়না ব্যক্তিগত ১৮ রান নিয়ে ক্রিজে আছেন।
পানিয়াঙ্গারার ব্যক্তিগত চতুর্থ ওভারের প্রথম বলেই ওপেনার রোহিত শর্মা সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। ২১ বল মোকাবেলা করে মাত্র ১৬ রান করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে শিখর ধাওয়ানকে সরাসরি বোল্ড করেন জিম্বাবুয়ান এ পেসার। ধাওয়ান ২০ বল খেলে মাত্র ৪ রান করেন। শুরুতেই দুই উইকেট হারিয়ে এখন সতর্ক হয়ে ব্যাট করছে ভারত।
এর আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে ২৮৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারের ৭ বল বাকি থাকতেই অলআইট হয় তারা। ব্রেন্ডন টেইলর টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন। ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সামি ও মোহিত।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম