News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৬, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

টসে হেরে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টসে হেরে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

ঢাকা: টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের শীর্ষস্থানে থাকা ভারত শনিবার ভোরে মাঠে নেমেছে জিম্বাবুয়ের বিপক্ষে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ১৩১ রান।


গ্রুপ পর্বে উভয় দলের এ শেষ লড়াই নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এ ম্যাচ জিতলে টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। আর আইসিসির সহযোগী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচে জয় পাওয়া জিম্বাবুয়ে শেষ ম্যাচে ভালো খেলে সান্ত্বনা নিয়ে দেশে ফিরবে।


গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচে আট পয়েন্ট পাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির অপরাজিত দল। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেললেও সহযোগী সদস্য আরব আমিরাত ছাড়া সবার কাছেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে বিদায় নিচ্ছে ব্রেন্ডন টেলরের দল।

এ ম্যাচেও ফেরা হচ্ছে না জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন চিগুম্বুরা। চিগুম্বুরার পরিবর্তে এ ম্যাচেও দলের নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর। এছাড়া, অপরিবর্তিত থাকতে পারে বাকি খেলোয়াড় তালিকা।

অবশ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেও একাদশে পরিবর্তন আনছে না টিম ইন্ডিয়া। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে তারা।

ভারত-জিম্বাবুয়ে ওয়ানডেতে এর আগে ৫৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪৪ ম্যাচে জিতেছে ভারত। আর ১০ জয় রয়েছে জিম্বাবুয়ের। বাকি দু’টি ম্যাচ টাই হয়েছে।

নিউজিল্যান্ডের মাটিতে ভারত-জিম্বাবুয়ে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ১৯৯২ বিশ্বকাপে হ্যামিল্টনের সে ম্যাচে ডিএল হাফটনের দলকে হারিয়ে দিয়েছিল আজহারুদ্দিনের সতীর্থরা।

ভারত একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ সামি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), চামু চিবাবা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তেন্দাই চাতারা, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, মুপারিওয়া ও তিনাশে পানিয়াঙ্গারা।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়