ভারতের দিকে চোখ বাংলাদেশের
ঢাকা: মুখের কথা নয়, পারফরম্যান্স দিয়ে ক্রিকেট সমালোচকদের সমীহ আদায় করেছে বাংলাদেশ। হ্যামিল্টনে কিছুটা চমকে গিয়েছিল নিউজিল্যান্ডও। জয়ের জোর সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত তীরে গিয়ে তরী ডোবে মাহমুদউল্লাহ রিয়াদ-রুবেল হোসেনদের। অনেক নাটকীয়তার পর ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউইরা। তবে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজিত হয়েও হতোদ্যম হয়নি বাংলাদেশ শিবির। কোয়ার্টার ফাইনালে ভারতকে মোকাবেলার আগে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান জানাচ্ছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে মোকাবেলার আগে কোনো ভয় পাচ্ছেন না তারা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামী ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজার দর্শকের সামনে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চতুর্থ দল বাংলাদেশ। বিষয়টি নিয়ে সাকিব বলেন, “এই ম্যাচ থেকে অবশ্যই আত্মবিশ্বাস সঞ্চয় করতে পারি আমরা। হ্যামিল্টনে যেভাবে খেলেছি তা চমৎকার। আমার ধারনা এই ম্যাচ কোয়ার্টার ফাইনালে ভালো খেলতে সাহায্য করবে আমাদের।”
ভারতের বিপক্ষে আসন্ন কোয়ার্টার ফাইনাল নিয়ে সাকিব আরো যোগ করেন, “এখনো কোয়ার্টার ফাইনাল নিয়ে চিন্তা করিনি আমরা। তবে ম্যাচটি নিশ্চিতভাবে উত্তেজনাকর হতে যাচ্ছে। মাঠে তাদের (ভারতের) জন্য অনেক ভক্ত গলা ফাটাবে। সুতরাং প্রস্তুত থাকতে হবে আমাদের। কেননা এটাই আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল।” বাংলাদেশের লক্ষ্য নিয়ে মাশরাফি বিন মুর্তজার সহকারী বলেন, “সত্যি কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল শেষ আটে নাম লেখা। এখন নক আউট পর্ব। ভালো খেললে যেকোনো কিছুই সম্ভব। এখন যতোটা সম্ভব প্রস্তুত হতে হবে আমাদের। আশা করছি সবাই নিজের সেরাটাই দেবে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম