News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

এবার ভারতকে সাবধান করলেন কুম্বলে

এবার ভারতকে সাবধান করলেন কুম্বলে

ঢাকা: কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল জিনিয়াস সুনীল গাভাস্কার বাংলাদেশকে নিয়ে সতর্ক করেছিলেন মহেন্দ্র ধোনিদের। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের খেলা দেখে সতীর্থ ও অনুজদের একই বার্তা দিচ্ছেন অনিল কুম্বলেও।

সেডন পার্কের মহারণে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদদের পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ভারতীয় অধিনায়ক। সেজন্য কপালে চিন্তার বলিরেখায় দেখা যাচ্ছে কুম্বলের। কেননা ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে উজ্জিবীত এই বাংলাদেশকেই মোকাবেলা করতে হবে ভারতের। বিষয়টি নিয়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক ক্ষুদে বার্তায় কুম্বলে লিখেন, “Ban stretched NZ today. Ind Can`t take them lightly in the QF #cwc2015" অথাৎ, “আজ নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। ভারত কোয়ার্টার ফাইনালে তাদের হালকাভাবে নিতে পারে না।”

এর আগে গেল সোমবার ইংল্যান্ডকে শ্বাষরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ ১৫ রানে হারালে সুনীল গাভাস্কার বলেছিলেন, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ না হয়ে ইংল্যান্ড হলেই সুবিধা হতো বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তাছাড়া শেন ওয়ার্ন, হারশা ভোগলে, সাকলাইন মুশতাক থেকে রিচার্ড হ্যাডলির মতো তারকারা টাইগারদের পারফরম্যান্সের প্রশংসা করেছিল তখন। প্রসঙ্গত, ভারতের হয়ে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৩২টি টেস্ট খেলেন কুম্বলে। ভারতের জার্সিতে ২৭১ ওয়ানডে খেলারও রেকর্ড আছে তার।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়