News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

ইংল্যান্ডের সান্ত্বনার জয়

ইংল্যান্ডের সান্ত্বনার জয়

ঢাকা: বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএফ মেথডে আফগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ইংল্যান্ড। এদিন আফগানিস্তান নির্ধারিত ৩৬.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। এরপর পরিসর কমা ম্যাচে ইংল্যান্ডের পরিবর্তিত লক্ষ্য নির্ধারণ করা হয় ২৫ ওভারে ১০১ রান। ইয়ান বেলের ৫২* ও অ্যালেক্স হেলসের ৩৭ রানে ইনিংসের ৪১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে ইংলিশরা।

এর আগে গেল সোমবার বিশ্বকাপের ‘এ’ গ্রুপের খেলায় ‘ডু অর ডাই’ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ইয়ন মর্গান বাহিনী। ফলে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনা ও ব্যাঙ্গেরও শিকার হয় তারা। কিন্তু আফগানদের বিপক্ষে এই জয়টি ইংল্যান্ডকে সান্ত্বনা দেবে। আর জয়ের মাধ্যমে বিশ্বকাপ অভিযান শেষ করায় স্বস্ত্বি বোধ করবে চাপের মধ্যে থাকা দলটির ক্রিকেটাররা। প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হার মানে ইংল্যান্ড।

সিডনিতে টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথমেই বিপদে পড়ে। ৩৪ রানের মধ্যেই চারটি উইকেট হারায় তারা। মিডল অর্ডারে শফিকুল্লাহ, মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান প্রতিরোধ গড়েন। সর্বোচ্চ ৩০ রান করেন শফিকুল্লাহ। ১৭ রান এসেছে নাসির জামালের ব্যাটে। দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস জর্ডান ও রবি বোপারা। একটি করে উইকেট গেছে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও জেমস ট্রেমলেটের ঝুলিতে। এরপর লক্ষ্য তাড়ায় দুরন্ত শুরুর পর ৯ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ৩৭ রান করে হামিদ হাসানের বলে আউট হন ওপেনার অ্যালেক্স হেলস। ম্যান অব দ্য ম্যাচ ক্রিস জর্ডান।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়