News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষেই খেলবে টাইগাররা

কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষেই খেলবে টাইগাররা

ঢাকা: যা ধারণা করা হয়েছিলে সত্য হলো তা-ই। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষেই খেলবে টাইগাররা। শুক্রবার হ্যামিলটনে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে হেরে কোয়ার্টার ফাইনালে এমন সমীকরণেই দাঁড়িয়ে বাংলাদেশ।

বিশ্বকাপের জমজমাট লড়াই নকআউট পর্বে। কোয়ার্টার ফাইনালে ‘বি’গ্রুপে শীর্ষে থাকা ভারত ও ‘এ’গ্রুপের চতুর্থ দল মুখোমুখি হবে। অথাৎ, আগামী ১৯ মার্চ মেলবোর্নে ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ‘এ’গ্রুপে শীর্ষে থাকা নিউজিল্যান্ড যাদের বিরুদ্ধে খেলবে তাদের জন্য আরও দু-একদিন অপেক্ষা করতে হবে।

এ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ কে হবে সেটির জন্যও প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলোর জন্য অপেক্ষা করতে হবে। ‘বি’গ্রুপ থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও ঝুলে আছে পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। কারণ এ তিন দলের মধ্য থেকেই যে কোনো একটি দল বিশ্বকাপ থেকে বাদ পড়বে।

আগামী ১৮ মার্চ সিডনিতে ‘এ’গ্রুপের শীর্ষে থাকা দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘বি’গ্রুপের চতুর্থ দলের সাথে। পরের দিন ১৯ মার্চ মেলবনে ‘এ’গ্রুপের দ্বিতীয় দলটি (শ্রীলংকা) মুখোমুখি হবে ‘বি’গ্রুপের তৃতীয় দলের সাথে।

২০ মার্চ অ্যাডিলেডে ‘এ’গ্রুপের তৃতীয় দল (অস্ট্রেলিয়া) খেলবে ‘বি’গ্রুপের দ্বিতীয় দলের সাথে। পরের দিন অর্থাৎ ২১ মার্চ কোয়াটার ফাইনালের শেষ ম্যাচে ‘এ’গ্রুপের চতুর্থ দল বাংলাদেশ খেলবে ‘বি’গ্রুপের শীর্ষ দল ভারতের বিপক্ষে।

নিউজাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়