ক্যাপ্টেনসহ ৩ ক্রিকেটারকে সতর্ক করল পিসিবি
অধিনায়কত্ব পাওয়ার পর থেকে খবরের শিরোনাম হওয়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাকে স্থায়ী অধিনায়কত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এরপর থেকে নিয়মিতই কোন না কোনভাবে বারবার চলে আসছে তার নাম। এবার বাবর হলেন নেতিবাচক খবরের শিরোনাম। বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করেই নেমে পড়েছিলেন অনুশীলনে। যা মোটেও ভালোভাবে নেয়নি পিসিবি।
শুধু বাবর একা নয়, দলের আরও দুই সদস্য ইমাম উল হক এবং নাসিম শাহও করেছেন একই কাজ। যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই স্থানীয় ক্লাবে অনুশীলন করতে গিয়েছিলেন তারা, যা পিসিবির নিষেধাজ্ঞা ভঙ্গের শামিল। ফলে প্রাথমিকভাবে এ তিন ক্রিকেটারকে সতর্ক করেছে বোর্ড।
আগামী মাসের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সে লক্ষ্যে চলতি সপ্তাহ থেকেই অনুশীলন ক্যাম্প শুরু করতে চেয়েছিল বোর্ড। কিন্তু যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় বাধ্য হয়েই সেই ক্যাম্পের পরিকল্পনা বাতিল করেছে তারা।
এর মধ্যেই দুই সতীর্থ ইমাম ও নাসিমকে নিয়ে স্থানীয় ক্রিকেট ক্লাবে অনুশীলনে নেমে পড়েছেন বাবর, নেননি বোর্ডের লিখিত বা মৌখিক অনুমতি। তিন ক্রিকেটারের এমন অনুশীলন মানতে পারছে না পিসিবি। কেননা সবার আগে ভাবতে হবে স্বাস্থ্য নিরাপত্তার কথা। স্থানীয় ক্লাবে তার কতোটা রয়েছে সে ব্যাপারে সংশয় থাকাই স্বাভাবিক।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস