এলিটদের কাতারে মাহমুদউল্লাহ রিয়াদ
ঢাকা: গেল সোমবার অ্যাডিলেড ওভালে মাঠে নামার আগে ওয়ানডে ক্রিকেটে একবারও তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ চার দিনের ব্যবধানে সেই দৃশ্যপট কতো দ্রুতই না বদলে গেল।
এখন ক্রিকেটের সর্বোচ্চ আসরে টানা দুটি সেঞ্চুরি করার অনন্য রেকর্ডের মালিক বাংলাদেশি ব্যাটসম্যান। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিঁটকে দেয়ার ম্যাচে ১০৩ রান করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের ঝলমলে ইনিংস দেখা গেল একই ব্যাটসম্যানের উইলো থেকে, যা ক্রিকেট এলিটদের কাতারে ঢুকিয়ে দিয়েছে দীর্ঘদেহী টাইগার ব্যাটসম্যানকে।
মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বিশ্ব ক্রিকেটে আর কেবলমাত্র ছয় জন ব্যাটসম্যান বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করার নজির দেখাতে পেরেছেন। নাম-ধাম বিচারে তারা সবাই ক্রিকেটাকাশের নক্ষত্রই বলা চলে। যেমন স্টিভ ওয়াহর কথাই ধরা যাক। ২০০৩ সালে অস্ট্রেলিয়াকে শিরোপা উপহার দেয়ার আসরে দুটি সেঞ্চুরি করেছিলেন ক্যাঙ্গারু দলপতি। চার বছর পর ২০০৭ সালে এই নজির গড়েন আরেক হলুদ তারকা ম্যাথু হেইডেন। ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো রাহুল দ্রাবিড় প্রথম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছিলেন। আর হাল সময়ে অর্থাৎ চলতি আসরে কুমার সাঙ্গাকারা এই রেকর্ড গড়ার আগে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সও সেই তালিকায় নাম লেখান।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম