News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪০, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

বিশ্বকাপের সেরা পাঁচে রিয়াদ

বিশ্বকাপের সেরা পাঁচে রিয়াদ

ঢাকা: হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড ম্যাচে টানা দ্বিতীয় সেঞ্চুরি (১২৮*) করার দিনে বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ঢুকে পড়লেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ ম্যাচে ৩৪৪ রান নিয়ে তালিকার চার নম্বরে আছেন ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়লেন রিয়াদ।

যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্থাৎ ক্যানবেরায় আফগানিস্তান ম্যাচে বড় স্কোর গড়তে পারেননি রিয়াদ। মাত্র ২৩ রান করে আউট হয়েছিলেন সেদিন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও ত্রিশের ঘরেই আটকা পড়েন। মেলবোর্নে তার ব্যাট থেকে এসেছিল ২৮ রান। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে মহাযজ্ঞে প্রথম অর্ধশতকের দেখা পান রিয়াদ। সেদিন ৬২ রান করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বসন্তের সেই বাতাস ধরে রাখেন রিয়াদ। অ্যাডিলেড ওভালে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি উপহার দেন। ১৩৮ বল মোকাবেলা করে ১০৩ রান করেন। আর হ্যামিল্টনে তো আবারো নিজের রেকর্ডটাই নতুন করে লিখলেন টাইগার ব্যাটসম্যান। ১২৩ বলে ৩ ছয় আর ১২ চারে ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা মাহমুদউল্লাহকে চলতি বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে চার নম্বরে উঠিয়ে আনে।

বিশ্বকাপের একাদশতম এই আসরে ছয় ম্যাচে চার সেঞ্চুরি নিয়ে সর্বোচ্চ ৪৯৪ রান শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। ৪১৭ রান নিয়ে তালিকার দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। ৩৯৫ রান নিয়ে তালিকার তিন নম্বরে শ্রীলঙ্কার তিলকারত্মে দিলশান। ৩৪৪ রান নিয়ে টেবিলের চার নম্বরে মাহমুদউল্লাহ। ৩৩৩ রান নিয়ে ভারতের শিখর ধাওয়ান টেবিলের পাঁচ নম্বরে। দিল্লির ওপেনারকে পেছনে ফেলেই তালিকার চার নম্বরে উঠে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ।

২০১৫ বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহক: (শুক্রবার পর্যন্ত)

ব্যাটসম্যান          মোট রান       সর্বোচ্চ
কুমার সাঙ্গাকারা     ৪৯৬           ১২৪
এবি ডি ভিলিয়ার্স    ৪১৭           ১৬২*
তিলকারত্নে দিলশান  ৩৯৫           ১৬১*
মাহমুদুল্লাহ          ৩৪৪           ১২৮*
শিখর ধাওয়ান       ৩৩৩           ১৩৭

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়