News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪২, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

নিউজিল্যান্ডকে ২৮৯ রানের টার্গেট টাইগারদের

নিউজিল্যান্ডকে ২৮৯ রানের টার্গেট টাইগারদের

ঢাকা: নিউজিল্যান্ডকে জয়ের জন্য ২৮৯ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। রিয়াদ ১২৩ বল খেলে ১২৮ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। তার অনন্য ইনিংসে ১২টি বাউন্ডারি ও তিনটি বিশাল ছক্কা রয়েছে।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সর্বোচ্চ রান সংগ্রহ করেছে। এর আগে নিউজিল্যান্ডের মাঠে কোন দলই প্রথমে ব্যাট করতে নেমে এত রান সংগ্রহ করতে পারেনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলগুলো নিউজিল্যান্ডের বোলারদের সামনে ব্যর্থ হয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৮৬, অস্ট্রেলিয়া মাত্র ১৫১ রান, ইংল্যান্ড ১২৩ ও স্টকল্যান্ড মাত্র ১৪২ রানে অল আউট হয়। অন্যদিকে পরে ব্যাট করে শ্রীলংকাও মাত্র ২৩৩ রানে অলআউট হয়।

নিউজিল্যান্ডের মাঠে বিশ্বসেরা দলগুলো ব্যর্থ হলেও এ দিন বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো রিয়াদ এ ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ২৯ বছর বয়সী অলরাউন্ডার বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির হাঁকিয়ে বাংলাদেশের ক্রিকেটে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন। শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হয়েছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। ইমরুল ২ ও তামিম মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে জ্বলে উঠেছেন রিয়াদ। ওয়ান ডাউনে ব্যাট করতে নামা সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন তিনি। আগের ম্যাচেও ৮ রানে ২ উইকেট পড়ার পর এ দু’জন ৮৬ রানের জুটি গড়েছিলেন।

দলীয় ১১৭ রানের মাথায় সৌম্য তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ৫১ রানের মাথায় ভেট্টোরির বলে ক্যাচ আউট হন। সৌম্য আউট হলে রিয়াদ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। এরপর রিয়াদের সাথে জুটি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তিনিও মাত্র ২৩ রান করে অ্যান্ডারসনের বলে সাজঘরে ফেরেন।

সাকিবের পর এ দিন ব্যর্থ হয়েছেন ফর্মে থাকা মুশফিকুর রহিমও। ১৮২ রানের মাথায় মুশফিক মাত্র ১৫ রান করে আউট হলে রিয়াদের সঙ্গে জুটি গড়েন সাব্বির রহমান। জাতীয় দলের তরুণ ঝড়ো ব্যাটসম্যান শুরু থেকেই আক্রমাত্মক হয়ে ওঠেন। মাত্র ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। তার ঝলমলে ইনিংসে পাঁচ বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে। সাব্বির আউট হলেও থেমে ছিল না রিয়াদের ব্যাট। শেষ মুহূর্তে ব্যাট হাতে দারুণভাবে জ্বলে উঠেন তিনি। বিশ্বকাপের মতো ইভেন্টে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন রিয়াদ। শেষ পর্যন্ত ১২৮ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট, রান্ট ইলিয়ট ও কোরি অ্যান্ডারসন দুটি করে উইকেট নেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়