News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ৩ মে ২০২০
আপডেট: ১১:৫৪, ৩ মে ২০২০

করোনায় এবার ঢাকার ক্লাব সমূহকে পাপনের বিশেষ উপহার

করোনায় এবার ঢাকার ক্লাব সমূহকে পাপনের বিশেষ উপহার

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ স্থগিত হয়ে যাওয়ায় অর্থ সংকটে পড়া ক্রিকেটারদের অনুদারে পর এবার ৭৬টি ক্লাবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) তালিকাভুক্ত ৭৬টি ক্লাবকে দূর্যোগকালীন সময়ে বিসিবি সভাপতি পাঠিয়েছেন বিশেষ উপহার সামগ্রী।

এই ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, টিম বয় ও অন্যান্য কর্মচারিদের জন্য ৩০ টি করে প্যাকেট খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়েছেন বিসিবি সভাপতি। রোববার বিসিবি'র সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সিসিডিএম এসব বিতরন করেছে। এই খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, মরিচ সহ প্রয়োজনীয় সামগ্রী।

এ বিষয়ে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন বলেন, বিসিবি'র মাননীয় সভাপতির দেয়া উপহার সামগ্রী আমরা ক্লাবগুলোকে বিতরন করছি। ৭৬টি ক্লাবের প্রতিটিকে তিনি ৩০ প্যাকেট করে উপহার সামগ্রী পাঠিয়েছেন।

এই খাদ্যসামগ্রী বন্টন অনুষ্ঠানে সিসিডিএম সদস্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ডিভিশনের কো অর্ডিনেটর আমিন খান, প্রথম বিভাগের রফিকুল ইসলাম এবং অন্যান্য ডিভিশন সমূহের কো-অর্ডিনেটররা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়