লারার জন্মদিনে মুশফিকের শুভেচ্ছা
বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার নিজের কাছে সবচেয়ে বড় তারকা ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। শৈশবের সেই নায়কের বয়স ৫১ বছর পূর্ণ হল আজ ২ মে শনিবার। প্রিয় তারকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক।
ক্যারিবিয়ান কিংবদন্তি লারার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে মুশফিক শিরোনামে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার শৈশবের হিরো, সুপার হিরো। অনেকদিন বেঁচে থাকুন।’
১৯৬৯ সালের ২ মে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সান্টা ক্রুজে জন্ম লারার। ১৯৯০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। বাঁহাতি ব্যাটিংয়ে ব্যাটিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ২০০৭ সালে।
লারার অসংখ্য রেকর্ডের মধ্যে এখনো পর্যন্ত যা কেউ ভাঙতে পারেনি সেটি প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৫০১ রানের ব্যক্তিগত ইনিংস ও টেস্ট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ইনিংসে চারশো করার কীর্তি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস