News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ২ মে ২০২০
আপডেট: ১১:১৬, ২ মে ২০২০

দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব

দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব

কয়েক দিন আগেই দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। আট দিনের মাথায় জানিয়ে দিলেন মেয়ার নামও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জন্মসনদের ছবি পোস্ট করে জানিয়েছেন, ছোট মেয়ের নাম ইরাম হাসান।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, গত ২৪ এপ্রিল, রমজানের প্রথম দিন, শুক্রবার ভোরে, আমরা আল্লাহ তায়ালার দয়ায় আরেক কন্যাসন্তান লাভ করেছি। তার নাম আমরা রেখেছি ইরাম হাসান। এই নামের অর্থ জান্নাত। কারণ ও সত্যিই জান্নাতের একটা টুকরো। আলহামদুলিল্লাহ্।

সাকিবের আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে নবজাতিকার পায়ের ছাপের সঙ্গে জন্মসনদে লেখা বাচ্চার নাম ইরাম হাসান, মায়ের নাম উম্মে রোমান আহমেদ, বাবার নাম সাকিব আল হাসান এবং বাচ্চা জন্ম নিয়েছে ২৪ এপ্রিল ভোর ৫টা ৮ মিনিটে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব দম্পতির কোল জুড়ে আসে প্রথম সন্তান আলায়না হাসান অব্রি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়