কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামী আর নেই
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি ফুটবলার সুবিমল গোস্বামী। সবার কাছে যিনি পরিচিত ছিলেন চুনি গোস্বামী নামে। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চুনি গোস্বামীর মৃত্যু হয়েছে বলে তার ছেলে সুদ্বীপ্ত গোস্বামীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কলকাতার পত্রিকা আনন্দবাজার।
মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন চুনি। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে মৃত্যুবরণ করেন। ১৯৩৮ সালে অবিভক্ত ভারতবর্ষের কিশোরগঞ্জ জেলায় জন্ম চুনির। খেলোয়াড়ি জিবনে ছিলেন দাপুটে ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৫০টি ম্যাচ। তার নেতৃত্বেই ১৯৬২ সালে এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের সোনা জিতেছিল ভারত। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার, ১৯৮৩ সালে পদ্মশ্রী এবং ২০০৫ সালে মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত হন তিনি।
বর্ণিল ক্যারিয়ারে চুনি বাংলার হয়ে খেলেছেন ক্রিকেটও। ছিলেন পেস বোলিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৬টি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস