News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৩, ৪ মে ২০২০

৯১ ক্রীড়াবিদকে সহায়তা করলেন তামিম

৯১ ক্রীড়াবিদকে সহায়তা করলেন তামিম

টাইগারদের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। করোনাভাইরাস মোকাবিলাতেও অধিনায়কের ভূমিকা পালন করছেন দেশ সেরা এই ওপেনার! প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই অসহায় মানুষের সহায়তা দিয়ে আসছেন তিনি।

এবার বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের সাহায্যে এগিয়ে এলেন তামিম। সত্যিকার অর্থেই সাহায্য প্রয়োজন, এমন ক্রীড়াবিদদের সন্ধান করে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম। তার এই উদ্যোগের সমন্বয়কারীদের একজন সাবেক ক্রিকেটার হুমায়ুন কবির শাহিন। 

বর্তমানে বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবে কাজ করা শাহিন জানান, ‘বিভিন্ন খেলার ৯১ জন ক্রীড়াবিদকে সহায়তা দিয়েছেন তামিম। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্রীড়াবিদদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে।’

এই উদ্যোগটি নিয়ে তামিমের কাছে কোনো আবেদন আসতে হয়নি। নিজে থেকেই বিভিন্ন মাধ্যমে ক্রীড়াবিদদের খোঁজ নিয়েছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। এরপর তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, অ্যাথলেটিকস, হকিসহ আরও অনেক খেলার ক্রীড়াবিদকে সহায়তা দিয়েছেন তামিম।  

করোনা মোকাবিলায় তামিম ইকবালের সহায়তা দেওয়ার লিস্টটা বেশ লম্বা। মাশরাফি বিন মুর্তজার পরামর্শে ২৭ ক্রিকেটারের এক মাসের অর্ধেক বেতন দান করার পুরো প্রক্রিয়া সমন্বয় করেন তামিম। করোনা মোকাবিলায় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনের কমিটিতে আছেন তিনি। 

অ্যাথলেট সামিউল ইসলামের পরিবারকে তিন মাসের খচর দিয়েছেন তামিম। নারায়ণগঞ্জে ক্রিকেটার নাজমুল অপুর খাদ্য সহায়তা কার্যক্রমে বেশ কয়েকবার অর্থ সহায়তা দিয়েছেন তামিম। ‘একজন বাংলাদেশ’ নামে পরিচিত হয়ে ওঠা নাফিসা খানের মাধ্যমেও অনেক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। সর্বশেষ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ালেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়