দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন মোহাম্মদ আশরাফুল
কয়েক দিন আগেই দ্বিতীয় কন্য সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় সন্তানের মুখ দেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। এবার একই সুখবর দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন তিনিও। আগামী মে মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার সম্ভাবনা রয়েছে তার নতুন অতিথির। ঈদ-উল ফিতরের আগে কিংবা পরে পড়তে পারে সময়টা।
নিজের সন্তানের বিষয়ে আশরাফুল বলেন, ‘করোনায় লকডাউনের কারণে পুরোপুরি ঘরেই বন্দী রয়েছি। তবে, রমজান মাস এসে যাওয়া এবং ঘরে নতুন অতিথির আগমন উপলক্ষে সময়টা একটু ভিন্নভাবেই কাটছে। সবার কাছে দোয়া চাই যেন, দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে।’
উল্লেখ্য; মোহাম্মদ আশরাফুলের প্রথম কন্যা সন্তানের বয়স ৩ বছর।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি