বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে পাগল জোফরা আর্চার
ঘরের মাঠে বিশ্বকাপে স্বাগতিক দলে চমক ছিলেন পেসার জোফরা আর্চার। আর এই চমকই ইংলিশদের প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু সেই আসরের মূল্যবান স্মারক হারিয়ে ফেলেছেন আর্চার! বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে আর্চারের এখন পাগল প্রায় অবস্থা। প্রতিদিন মেডেলটি খুঁজে যাচ্ছেন তিনি।
২০১৯ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে আর্চারের অভিষেক হয়। আর সে বছরই ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডের নাগরিত্ব পেয়ে বিশ্বকাপে সুযোগ পান। পরে নিজ দলের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়ে শিরোপা জেতাতে সাহায্য করেন।
বিবিসি রেডিওতে দুঃখজনক এক ঘটনা শোনালেন আর্চার। তিনি বলেন, ‘একজনের এঁকে দেওয়া আমার ছবির ওপর আমি সেই মেডেলটি রেখেছিলাম। তবে পরে আমি আমার বাসা বদল করি, তবে নতুন দেয়ালে ছবি থাকলেও মেডেলটি আর নেই। আমি গত এক সপ্তাহ ধরে মেডেলটি খুঁজছি, তবে এখনও পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি জানি মেডেলটি এই বাসাতেই কোথাও আছে, আমি এটি খুঁজে যাচ্ছি। তবে এটি খুঁজতে খুঁজতে আমার পাগল প্রায় অবস্থা।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস