News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ২৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২০, ২ মে ২০২০

রোজা রেখেও অনুশীলন চলছে মুশফিকের

রোজা রেখেও অনুশীলন চলছে মুশফিকের

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী ক্রিকেটাররা। নিজেদের ফিটনের ঠিক রাখতে ঘরেই নিয়মিত জিম করছেন ক্রিকেটাররা। জাতীয় দলের অভিজ্ঞ ও পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিমও করোনাভাইরাসের কারণে এখন গৃহবন্দী। সংক্রমণ থেকে বাঁচতে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলছেন।

তবে নিজের ফিটনেস ঠিক রাখতে ঘরটাকেই বানিয়ে ফেলেছেন জিমনেশিয়াম। গৃহবন্দী এই জীবনেও সপ্তাহের সাত দিনই চলছে তার লড়াই। ফিটনেস যে ঠিক রাখতে হবে। শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজা রেখেই নিজেকে ব্যস্ত রেখেছেন মুশফিক। 

আগের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই টাইগার ক্রিকেটার। কোনোভাবেই অলসতা পেয়ে বসেনি ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে। চলছে তার রানিং, পুশ-আপ, সিট-আপ, চেস্ট-আপ ও ওয়েট লিফটিং! সেই ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও প্রকাশ করলেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। 

শনিবার সেই ভিডিওতে রোজাকে অজুহাত হিসেবে দাঁড় না করাতে আহ্বান জানিয়েছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রোজা রাখা কোনোভাবেই অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ্, রোজা রাখুন আর পরিশ্রম করুন। সবাই নিরাপদ থাকুন, ঘরে থাকুন আর একে অপরের জন্য দোয়া করুন।’

ঘরে থাকলেও মানবতার ডাকে ঠিকই সাড়া দিচ্ছেন মুশফিক। পাশে আছেন আর্ত মানুষের। এরইমধ্যে দান করেছেন নিজের এক মাসের বেতনের অর্ধেক। নিজ শহর বগুড়ার স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি দিয়েছেন। পাশাপাশি দেশের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলারও ঘোষণা দিয়েছেন তিনি। যার অর্থ দেওয়া হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য গড়া তহবিলে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়