ভক্তদের কাছে যা চাইলেন শচীন
গত শুক্রবার ছিল শচীনের ৪৭তম জন্মদিন। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে এবার জন্মদিনের অনুষ্ঠান করেননি তিনি। অবশ্য নিজের জন্মদিনের ভক্তদের কাছে একটি আবদার করে বসেছেন ভারতের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান।
ক্রিকেট বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ১০০সেঞ্চুরির মালিক শচীন ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে শনিবার এক টুইট করেন। যেখানে লিখেন, ‘আপনাদের সবার শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা সবসময় আমার জন্য প্রার্থনা করেছেন আমি যেন উইকেটে থাকি ও আউট না হই (বের না হই)। আজ আমি আপনাদের সবার কাছে একটি জিনিস চাচ্ছি আপনারাও কেউ বের হবেন না। ..ঘরে থাকুন ও সুস্থ থাকুন।
সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার। ইতোমধ্যে তিনি ৫০ লাখ রুপি অনুদান হিসেবে দিয়েছেন। এছাড়া ঘোষণা দিয়েছেন মাসজুড়ে ৫০০০ মানুষকে খাওয়াবেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি