News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ২৯ এপ্রিল ২০২০

তৈয়বের ইতিহাস গড়া জার্সির দাম উঠলো ২ লাখ

তৈয়বের ইতিহাস গড়া জার্সির দাম উঠলো ২ লাখ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যার্থে নিজের ইতিহাস গড়া জার্সিটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু। তৈয়ব হাসান বাবুর আহ্বানে সাড়া দিয়ে জার্সিটি দুই লাখ টাকা মূল্যে ক্রয়ের আগ্রহ পোষণ করেছেন সাতক্ষীরার তরুণ ব্যবসায়ী। তুফান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল।

এ বিষয়ে তৈয়ব হাসান বাবু বলেন, “তিনি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তার জীবনের অনন্য এই জার্সিটি থেকে প্রাপ্ত অর্থ তিনি পুরোটাই ব্যয় করবেন করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য।

শেখ তানজিম কালাম তমাল বলেন, ‘করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির। এমন পরিস্থিতিতে এগিয়ে আসছেন দেশ-বিদেশের অনেক খেলোয়াড়রা। যে যার অবস্থান থেকে অর্থ সংগ্রহে এগিয়ে আসছেন। অনেকে নিলামে তুলছেন নিজেদের জার্সি-ব্যাটসহ জীবনের অনেক স্মরণীয় মুহূর্তের স্মারকগুলি। ঠিক এমন সময় নিজের স্মরণীয় জার্সি নিলামে তোলার ঘোষণা দেন দেশের খ্যাতিমান সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার গর্ব তৈয়ব হাসান বাবু। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাতে আমি নিলামে অংশগ্রহণের আগ্রহ পোষণ করেছি এবং এই জার্সির জন্য দুই লাখ টাকা দাম দিতে ইচ্ছুক। তবে জার্সিটির মূল্য আরও বেশি হওয়া উচিত। তাই এই নিলামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানায়।’

উল্লেখ্য, ১৯৯৯-২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক অঙ্গনে রেফারিং করা তৈয়ব হাসান বাবু ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে সাফের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। সে ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফিফা রেফারি হিসেবে তিনি জাপান, চীন, কোরিয়া, অস্ট্রেলিয়া, সৌদি, কাতার, কুয়েত, ইরান, জর্ডানসহ ৪০টি’র মত দেশে খেলা পরিচালনা করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়