News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০১, ২৪ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ২৬ এপ্রিল ২০২০

রমজানে বিশ্ব হোক করোনামুক্ত: সাকিব

রমজানে বিশ্ব হোক করোনামুক্ত: সাকিব

করোনা ভাইরাসে পুরো বিশ্ব থমকে আছে। থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। বাংলাদেশেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১২৭ জন। এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৬ জন।
যার মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮ জন। বিজ্ঞানি, চিকিৎসক ও গবেষকেরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ব্যস্ত। পুরো বিশ্বের কাছে এখন কাঙ্ক্ষিত বস্তুটির নাম ভ্যাকসিন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে সাকিব আল হাসান নিজের ফেসবুক ভেরিফাইড পেজে করোনা মুক্ত বিশ্বের কামনা করেন।
ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেন, “সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারীর। এই মহামারীর প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।”
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে গত বিশ্বকাপে খেলার নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব-আল-হাসান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়