অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিতে পারছেন না ভারতীয় স্পিনার
করোনা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে চলছেন ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। নিয়মের মধ্যে থেকেই যথাসাধ্য সাহায্য করছেন অসহায় মানুষদের। স্থানীয় বস্তিতে অন্তত ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়েছেন তিনি।
কিন্তু প্রয়োজনের মুহূর্তে তিনি নিজেই পড়ে গেছেন বিপাকে। স্থানীয় প্রশাসনকে বুঝাতে পারছেন না স্ত্রীর অসুস্থতার কথা, পাচ্ছেন না এক শহর থেকে আরেক শহরে যাওয়ার অনুমতি। ফলে নিজের স্ত্রীকে নিয়ে এখন চিন্তায় পড়ে গেছেন নাদিম।
গত কয়েকমাস ধরেই লিভারের চিকিৎসা চলছে নাদিমের স্ত্রীর। এ কারণে লকডাউনের আগে দিয়ে শ্বশুরবাড়ি ধনবাদে গিয়েছিলেন তিনি। এখন স্ত্রীর কিছু পরীক্ষা ও নিয়মিত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু সেই অনুমতি পাচ্ছেন না তিনি।
এ বিষয়ে নাদিম বলেন, “লিভারের সমস্যার কারণে গত ৪-৫ মাস ধরেই চিকিৎসা নিচ্ছে আমার স্ত্রী। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিচ্ছে এখন সে। তবে গত কয়েকদিন ধরে দুর্বলতা এবং বিবমিষা হচ্ছে।”
“তার এখন এমআরইসহ আরও কিছু পরীক্ষা করাতে হবে। আমি ধনবাদের হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। কিন্তু তাদের কাছে সব পরীক্ষার যন্ত্রপাতি নেই। আমি আমার পরিচিতদের সঙ্গেও কথা বলেছি এ বিষয়ে। প্রয়োজনে পশ্চিম বাংলার সরকারের কাছেও সাহায্য প্রার্থনা করবো।”
নাদিমের বাল্যকালের কোচ এসএ রহমান জানিয়েছেন, “নাদিমকে পশ্চিম বাংলায় ঢুকতেই দেয়া হয়নি। সেখানের পুলিশ সবকথা কথা শুনেছে কিন্তু যাওয়ার অনুমতি দেয়নি। স্ত্রীর অসুস্থতার কথা বলার পরেও অনুমতি পায়নি নাদিম। কারণ তারা এটিকে জরুরি প্রয়োজন হিসেবে গণ্য করছে না।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ