News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৯:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ নয়, নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইতিহাস

বাংলাদেশ নয়, নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইতিহাস

ঢাকা: টানা পাঁচ ম্যাচে জয়ের ধারাবাহিকতা বনাম টানা সাত ম্যাচে হারের ক্ষত। শুক্রবার ঘরের মাঠ হ্যামিলটনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যেন খোদ নিউজিল্যান্ডই। আরো একটু স্পষ্ট করে বললে নিজেদের অতীত ইতিহাস। এর সাথে যোগ করুন ‘রহস্যময়’ পেটের পীড়ার প্রকোপ।

চলতি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জিতেছে ব্রেন্ডন ম্যাককুলামের নেতৃত্বাধীন ব্লাক ক্যাপসরা। কিন্তু সংখ্যাটা ছয়ে নিয়ে যেতে বাড়তি কিছুই করতে হবে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটিকে। কেননা ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে টাইগারদের হারাতে পারেনি নিউজিল্যান্ড। এই সময়ে বাংলাদেশের আতিথ্য নিতে এসে দুবার বাংলাওয়াশের শিকার হয়েছে কিউইরা। যদিও এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে ঠিকই ফেভারিট তকমা আদায় করেছে তারা। গ্রুপ পর্বের শীর্ষস্থান আদায় করে উতরে গেছে পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। কিন্তু তারপরও বাংলাদেশ ম্যাচকে গুরুত্বের সাথেই নিচ্ছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দলটির উইকেটকিপার ব্যাটসম্যান লুক রঞ্চি বলেন, “এটা আন্তর্জাতিক ক্রিকেট। তাই সবকিছুই হতে পারে। যদি আমরা আমাদের সেরাটা খেলতে না পারি তাহলে অবশ্যই হারতে হবে আমাদের। তবে আশার কথা হলো আমরা আগের মতোই একই মানসিকতা নিয়ে মাঠে নামবো।”

এদিকে বাংলাদেশের শেষ আট নিশ্চিত হওয়ার পর থেকেই রহস্যময় পেটের পীড়ায় ভুগছে কিউইরা। এই তালিকায় সর্বশেষ সংযোজন কেন উইলিয়ামসন। ব্লাক ক্যাপসদের টপ অর্ডার ব্যাটসম্যান উল্লিখিত কারণে বৃহস্পতিবার দলের অনুশীলনে যোগ দিতে পারেননি। এর আগে একই সমস্যায় ভোগেন ড্যানিয়েল ভেট্টোরি ও গ্রান্ট এলিয়ট। তাছাড়া টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে পেসার অ্যাডাম মিলনেকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে নিউজিল্যান্ড শিবিরে।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়