News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৮, ১৮ জানুয়ারি ২০২০

র‌্যাংকিংয়ে আরো পতন স্পেনের

র‌্যাংকিংয়ে আরো পতন স্পেনের

ঢাকা: ২০০৭ সালের পর প্রথমবারের মতো ফিফা র‌্যাংকিংয়ের সেরা দশ থেকে ছিটকে গেল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ইতালির উত্থানে টেবিলের এগারো নম্বরে নেমে গেছে ডেভিড সিলভা-আন্দ্রেস ইনিয়েস্তা-সার্জিও রামোসদের দল।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডস ও চিলির বিপক্ষে অসহায় আত্মসর্মপন করে ভিসেন্ত দেল বস্কের শিষ্যরা। এরপর থেকে পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি। যদিও ইউরো বাছাই পর্বে চার ম্যাচ খেলে তিনটিতে জয় তুলে নেয় লা রোজা খ্যাত দলটি। কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে জার্মানি ও ফ্রান্সের বিপক্ষে হারতে হয়েছে তাদের। এরপরই ‘দ্য রেড ফিউরি’রা এই দুঃসংবাদ পেল।

বৃহস্পতিবার ঘোষিত ফিফার সর্বশেষ বিশ্বর‌্যাংকিংয়ে ১৭২৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে জার্মানি, ১৫৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, ১৪৩৩ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে কলম্বিয়া, চারে বেলজিয়াম, পাঁচে নেদারল্যান্ডস, ছয়ে ব্রাজিল, সাতে পর্তুগাল, আটে ফ্রান্স, নয়ে উরুগুয়ে এবং দশে ইতালি।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়