যে কোনো পজিশনে প্রস্তুত ইউনিস
ঢাকা: দুঃসময়ের আবর্তে ইউনিস খান। ব্যাটে রান নেই পাকিস্তানের টপ অর্ডার এই ব্যাটসম্যানের। বিশ্বকাপে এখনো একটি ম্যাচেও ক্লিক করতে পারেননি। এই অবস্থায় দলের সেরা একাদশে ইউনিস খানের জায়গা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পারছেন ইউনিসও। তাই স্বপ্রণোদিত হয়েই বলছেন, পাকিস্তানের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি।
অ্যাডিলেডে এক সাক্ষাৎকারে ইউনিস বলছেন, “আমি পাকিস্তানের জন্য যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। কারণ, আমি সবসময় পারফর্ম করতে চাই।” ভারতের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করেছিলেন ইউনিস। কিন্তু সেই পজিশনে ডাহা ব্যর্থ। ইনিংসের শুরুতেই ফিরতে হয় তাকে। উইন্ডিজ মহারণে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ‘ডাক’ মারেন তিনি। এরপর মিসবাহ উল হকদের পরের দুই খেলায় একাদশে সুযোগ মেলেনি ইউনিসের।
কিন্তু দলে সুযোগ না পাওয়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবেই দেখছেন ইউনিস। আর আফগানিস্তানের বিপক্ষের ম্যাচকে খুব গুরুত্বের সহিত নিচ্ছেন। বিষয়টি নিয়ে পাক ক্রিকেটার বলেন, ‘পয়েন্ট টেবিলে কী হবে তা আমাদের জানা নেই। সেজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আইরিশরা যেকোনো অঘটন ঘটানোর সামর্থ্য রাখে। সুতরাং সতর্ক হয়েই মাঠে নামতে হবে আমাদের।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম